ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরিশাল ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ২৪ মে ২০২১

করোনার কারণে ৪৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে সোমবার (২৪ মে) সকাল থেকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ ছেড়ে যায়। 

তবে লকডাউনের দীর্ঘ বন্ধের পর লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। ফলে কোন কোন লঞ্চ যাত্রা বিরতিও দিয়েছে। 

সরকার মালিক-কর্মচারীদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে লঞ্চ চালানোর অনুমতি দেয়ার পর চলাচল শুরু হয়। আজ সন্ধ্যায় দূরপাল্লার লঞ্চগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল লঞ্চ টার্মিনাল ত্যাগ করবে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চগুলোকে স্বাস্থ্য বিধি মেনে লঞ্চ চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে প্রশাসন লঞ্চের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি