ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজৈরে দুই ভ্যান চালককে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ২৪ মে ২০২১

মাদারীপুরের রাজৈরে দুই ভ্যান চালককে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার উত্তর হোসেনপুর গ্রাম থেকে এক ভ্যান চালকের ও মজুমদারকান্দির পাট ক্ষেত থেকে অপর এক ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে চান্দের বাজার ব্রিজের কাছে আবদুস সালাম (৫৫) নামের এক ভ্যান চালককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় অজ্ঞাত হত্যাকারীরা। রাত ১২টায় রাজৈর পুলিশ সালামের লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। 

এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকালে প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করার চেষ্টা করে নিহত সালামের লোকজন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপর ঘটনায় ভ্যান চালক মোতাহার দর্জি (৫০) রোববার রাতে এশার নামাজ পড়তে মসজিদে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে বাড়ির কাছে রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামের একটি পাট ক্ষেতে মোতাহার দর্জির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

পরে ময়না তদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় দুই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

দুটি হত্যাকাণ্ডেরই তদন্ত চলছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি