ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাপের কামড়ে দোহারে যুবকের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ২৪ মে ২০২১

ঢাকার দোহারে বিষধর সাপের কামড়ে সিরাজুল ইসলাম সিরাজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সিরাজকে দংশন করার পরও সাপটি সারারাত তার বিছানায় ছিল। সকালে স্থানীয়রা সাপটিকে মেরে ফেলে।

রোববার (২৩ মে) রাতে উপজেলার কাজিরচর নিজ বসতঘরে তাকে সাপে দংশন করে। 

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজ রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। এসময় সাপে কামড় দিলে সিরাজের চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে সাপের ভ্যাক্সিন না থাকায় তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকা নিয়ে যাওয়ার আগেই রাত পৌনে ১২টার দিকে সিরাজ মারা যায়।

এদিকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাক্সিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। দ্রুত সময়ের মধ্যে সাপের ভ্যাক্সিনের ব্যবস্থার দাবি জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি