ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ইয়াস’ প্রতিরোধে মোংলা বন্দরের প্রস্ততি সভা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২৪ মে ২০২১

Ekushey Television Ltd.

ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রতিরোধে প্রস্তুতি সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (২৪ মে) সকাল ১১টায় বন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ঝড় মোকাবেলায় প্রস্ততি গ্রহণ করা হয়। এসময় বন্দরের সকল বিভাগের প্রধান কর্মকর্তাদের নির্দেশনামূলক করণীয় কর্মকাণ্ড ঠিক করে দেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাাল মোঃ মুসা। 

তিনি এসময় বন্দর কর্তৃপক্ষের স্কুল এন্ড কলেজ সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য সেটি খুলে দেন। এছাড়া সাইক্লোন শেল্টারে আশ্রয়ে আসা দূর্গতদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি, লাইটিং ব্যবস্থা ও মেডিসিন ব্যবস্থা রাখার নির্দেশ তিনি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মুন্সি মোঃ মাকরুজ্জামান জানান, ঝড়ের সময় বন্দরের বহিঃনোঙ্গর ও অভ্যন্তরীণ এ্যাঙ্করে নোঙ্গরে থাকা পণ্যবাহী দেশি-বিদেশি জাহাজ নিরাপদে সরিয়ে আনতে সহায়ক জলযান প্রস্তত রাখা, বন্দরের জেটি এলাকার আভ্যন্তরে কন্টেইনার ও অন্যান্য কার্গো সমূহকে ঘূর্ণিঝড়ের প্রভাব হতে রক্ষা করতে সিঙ্গেল টায়ারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা, কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলোকে ইকুইপমেন্ট ইয়ার্ডে সঠিকভাবে বেধে রাখা, মোংলা বন্দর কর্তৃপক্ষে একটি কন্ট্রোলরুম স্থাপন করাসহ ঘূর্ণিঝড়ে কোন জাহাজ ও জলযান বন্দর চ্যানেলে ক্ষতিগ্রস্থ বা ডুবে গেলে তা দ্রæত অপসারনের জন্য কয়েকটি স্যালভেজ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার সিদ্ধান্ত হয় সভায়।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিলাল মোঃ মূসার সভাপতিত্বে সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) ও হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) লেঃ কর্ণেল মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেঃ কমান্ডার বি এম নুর মোহাম্মদ, পরিকল্পনা প্রধান জহিরুল হক ও পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামালসহ বন্দরের সকল বিভাগের প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় কোস্টগার্ডের পক্ষ থেকেও ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান মোংলাস্থ কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবি উল আলম।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি