ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২৪ মে ২০২১

লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলাচল শুরুর প্রথম দিনেই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। আহততের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে নগরীর অদূরে কাটাখালীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আউয়াল বাসের হেলপার।  

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এবং আফিয়া নামের অপর একটি বাস রাজশাহী থেকে চারঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাস দুটি বেপরোয়া গতিতে চলছিল। 

কাটাখালীর চৌদ্দপাই গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ১২ জন আহত হয়। 

আহতদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ ও ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি