ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের লাখ লাখ মানুষ আবারো পানিবন্দি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৭:০১, ১২ জুন ২০১৭

আবারো পানিবন্দি হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামের লাখ লাখ মানুষ। গতরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ নিন্মাঞ্চল। জলাবদ্ধতার কারণে বেশ কিছু সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ, হালিশহর, বন্দর এলাকায় বাসিন্দারা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে বন্দর নগরী চট্টগ্রামে থেমে থেমে হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর অধিকাংশ এলাকা। বাসা-বাড়িতে ঢুকে যায় নালা নর্দমার পানি। চরম দুর্ভোগে পড়ে নগরবাসী, বন্ধ হয়ে যায় বিভিন্ন স্থানে যান চলাচল।
নগরীর পানি নিষ্কাষনের অন্যতম পথ মহেশখালের মুখে বাঁধ তৈরির কারণে এই জলাবদ্ধতা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ’জন্য বাঁধটি অপসারণের দাবি জানিয়েছে তারা।
এদিকে, নগরীর জলাবদ্ধতা নিরসনে সচেতন হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন সিটি মেয়র। তবে, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারিভাবে কোন অনুদান পাননি বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি