ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ  নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০০:১২, ২৫ মে ২০২১

ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় সোমবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম সর্কার (৬৫)।  

নিহত নজরুল ইসলাম, দিনাজপুর সদরের গোলাপবাগ এলাকার মৃত জহির উদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও রোড হতে ছেড়ে আসা ব্যাটারীচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি