ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ইয়াসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পানিবন্দী ৯ গ্রাম

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ২৫ মে ২০২১ | আপডেট: ১২:০৫, ২৫ মে ২০২১

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগর ও নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফটু উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। কলাপাড়ার লালুয়া এলাকায় ভাঙ্গাবেরী বাঁধ দিয়ে পানি প্রবেশ করে নয় গ্রামের প্রায় আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আজ বুধবার (২৫ মে) সকাল ৯টায় ঘূর্ণিঝড় ইয়াস পায়রা বন্দর থেকে ৪৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

তাই পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। 

ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে বাতাসের গতিবেগ অনেকটা বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 

এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় গতকাল শেষ বিকালে ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। সেখানে বলা হয়েছে, জেলায় ৮০৩টি আশ্রয় কেন্দ্র, ৯৩টি মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ মোট ৯ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। 

এছাড়া শিশু খাদ্য ও পশু খাদ্য সরবরাহে ২ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি