ঘূর্ণিঝড় প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বৃদ্ধি
প্রকাশিত : ১২:২৯, ২৫ মে ২০২১
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা থেকে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সকল নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, সময় গড়ানোর সাথে সাথে এই পানি আরও বৃদ্ধি পাবে।
পানগুছি নদীর তীরের বাসিন্দা মোঃ মোশাররফ হোসেন বলেন, সকাল থেকে নদীর বৃদ্ধি পাওয়া শুরু করেছে। সময় যত গড়াবে এই পানি বৃদ্ধি পাবে। দুপুর নাগাদ আরও দুই থেকে তিন ফুট পানি বাড়তে পারে।
শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য হালিম শাহ বলেন, সকাল থেকে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল থেকে অন্তত দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সাথে আমাদের আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, সর্বশেষ পূর্ণ জোয়ারে বাগেরহাটের বিভিন্ন নদীতে সমুদ্র পৃষ্ঠ থেকে পানির উচ্চতা ছিল দুই দশমিক ১০ মিটার। এখনও পূর্ণ জোয়ার হয়নি তাতে এক দশমিক ৩৮ মিটার পানি রযেছে। ১২টা নাগাদ পূর্ণ জোয়ারে এই পানির লেভেল আরও বৃদ্ধি পাবে।
তবে কি পরিমাণ বৃদ্ধি পাবে অথবা বিপদসীমা অতিক্রম করবে কিনা এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।
এএইচ/
আরও পড়ুন