ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২৫ মে ২০২১

নাটোর শহরের আলাইপুর এলাকায় ওয়াজেল হোসেন আহম্মদ বিপ্লব (৪২) এবং সিংড়া উপজেলার হাতিয়নদহ গ্রামে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার (২৫ মে) সকালে বাড়ির পাশে গাছ থেকে সজিনা পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আলাইপুর এলাকার মরহুম আহমদ আলীর দুলুর ছোট ছেলে ওয়াজেল হোসেন আহম্মেদ বিপ্লব। আশংকাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।

অপরদিকে মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আরকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে রমজান আলী তার পুকুরে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মটরের সুইচ চালু করতে যান। মটরের সুইচে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। 

এ সময় তার আর্তচিৎকারে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি ও নিহত রমজান আলীর স্বজন শামীম আহমেদ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি