ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ত্রিভুজ প্রেমে ইমনকে হত্যা, দুই আসামীর স্বীকারোক্তি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ২৫ মে ২০২১

মাদারীপুরের শিবচরে লাবনীর সাথে ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে ইসমাইল হোসেন ইমনকে। পুলিশের কাছে এরকম স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃত আসামী লাবনী ও মেহেদী। 

আজ মঙ্গলবার (২৫ মে) বেলা ১২টায় প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ১৫ মে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের খাসচর বাঁচামারা গ্রামের আড়িয়াল খাঁ নদের পাশে ইসমাইল হোসেন ইমনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহত ইমনের ভাই কাজী রেজাউল মামলা দায়ের করলে শিবচর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। 

তিনি আরও জানান, তদন্তে লাবনীকে কেন্দ্র করে ইমন ও মেহেদী ফরাজীর প্রেমের সম্পর্কের কারণে ইমনকে হত্যা করা হয় বলে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃত আসামী লাবনী ও মেহেদী।

গ্রেফতারকৃত লাবনী আক্তার (২০) মাদারীপুর জেলার শিবচর উপজেলার উত্তর চরতাজপুর গ্রামের আলমগীর চৌধুরীর মেয়ে এবং মেহেদী ফরাজী (১৯) একই উপজেলার খারাকান্দি, দত্তপাড়া গ্রামের মনসুর ফারাজীর ছেলে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি