ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় উত্তাল জলসীমা, সরিয়ে আনা হচ্ছে উপকূলবাসীদের

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪, ২৬ মে ২০২১ | আপডেট: ০৯:২৫, ২৬ মে ২০২১

উপকূলীয় জেলা ভোলায় বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে। সময় যত বাড়ছে ততই যেন বিক্ষুদ্ধ হয়ে উঠছে এ জেলার নদী ও সাগর মোহনা। থেমে থেমে ঝড়োবাতাস ও বৃষ্টি হচ্ছে। ঝড়ের প্রভাবে উত্তাল জলসীমা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বৈরী আবহাওয়া ক্রমশ আরও ঘনীভুত হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে উঠেছেন উপকূলের মানুষ। এদিকে সাগর পাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছে কোস্টগার্ড। ঢালচর থেকে অর্ধশতাধিক মানুষকে মঙ্গলবার (২৫ মে) রাত ৯টার দিকে কচ্চপিয়া ঘাটে নিরাপদে নিয়ে আসা হয়।

এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা সাগর উপকূলের বাসিন্দাকে সরিয়ে আনা হচ্ছে। কোস্টগার্ডের একটি টিম ঢালচর থেকে ট্রলারযোগে তাদের কচ্ছপিয়া ঘাটে নিয়ে আসে। এসব মানুষ রাতেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়।
 
উপকূলের মানুষকে নিরাপদে আনার এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি