ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ঝড়ের মধ্যেও মাঝ নদীতে জেলেরা!

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৭, ২৬ মে ২০২১

Ekushey Television Ltd.

সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদে সারি সারি নৌকা! দেখে মনে হবে মাছ ধরার উৎসব চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের মধ্যে কয়েকশ’ জেলে জাল-দড়ি নিয়ে নদীতে মাছ ধরছে।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার কানাই নগরের নদী পাড়ে এসবের খোঁজ মেলে। 

ইয়াসের প্রভাবে একদিকে ঝড়ো বাতাস অন্যদিকে উত্তাল নদী- এই পরিস্থিতিতে মাঝ নদীতে কেন জেলেরা? এর উত্তর খুঁজতে ঝুঁকি নিয়ে নদীর মাঝে জেলেদের কাছে যায় একুশে টেলিভিশনের এই প্রতিবেদক। কথা বলেন জেলে নির্মল চন্দ্র মণ্ডল (৫২), তারাপদ রায় (৪৪) ও রবিউল শেখের (২৪) সাথে।

চোখে মুখে বিষণ্নের ছাপ থাকলেও এসব জেলেদের মাঝে ঝড়ের আতঙ্ক নেই। ক্ষুধার বিষন্নতায় ভারাক্রান্ত তাদের মন। ছয় থেকে সাতজনের খাবার জোগাড় করেই ঘরে ফিরতে হবে তাদের। সে জন্যই ঝড়ের মুখে ঝুঁকি নিয়ে তাদের মাছ ধরা। 

জেলে নির্মল বলেন, ‘এসব ঝড়কে ভয় করলে কি আর সংসার চলবে? ছেলেমেয়েসহ ছয়জন ঘরে আছে, আহার জোগাড় করে তাদের ক্ষুধার যন্ত্রণা মেটানোই দায়িত্ব’। তাই বলে এই ঝড়ের মধ্যে মাঝ নদীতে কেন, জানতে চাইলে অপর জেলে তারাপদ রায় বলেন, ‘ভাইরে ক্ষুধার জ্বালা কি আর ঝড় মানে?’

জেলে রবিউল শেখ বলেন, ‘ঝড় চলে গেলে হয়তো প্রশাসনের পক্ষ থেকে কিছু খাবার পাব, কিন্তু এখন কি খাব? তাই মাঝ নদী থেকে যে মাছ পাব, তা বিক্রি করে চাল কিনবো।’ 

এদিকে, এসব জেলেদের কাছ থেকে মাছ নেয়ার জন্য নদী পাড়ে অপেক্ষায় বসে আছেন সুজন মণ্ডল নামে এক ফড়িয়া। তিনি বলেন, ‘তাদের মত আমাদেরও সংসার আছে, জেলেদের কাছ থেকে এই মাছ কিনে তা আঁড়তে বিক্রি করে আমারও জীবিকার ব্যবস্থা করতে হবে।’

ঝড়ের মধ্যেও জেলেরা মাঝ নদীতে, এমন তথ্য দিলে মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার একুশে টিলিভিশনকে বলেন, কিছুক্ষণ আগে জানতে পেরেছি, আধঘণ্টার মধ্যে নদী থেকে তাদের ফিরে আসার জন্য খবর পাঠিয়েছি। এসব জেলেদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। 

তবে সুন্দরবন সংলগ্ন পশুর নদে জেলেদের মাছ ধরার বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এটা স্থানীয় মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের দেখার কথা। আমাদের দায়িত্বের মধ্যে পড়েনা।’ 

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার (২৬ মে) বৃষ্টি না ঝড়লেও প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে মোংলায়। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কোন দুর্গতদের আশ্রয় নেওয়ার খবর মেলেনি। তিন নম্বর সতর্ক সংকেত চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি