ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২৬ মে ২০২১

নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপি

নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের স্বামী হিরা চৌধুরীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি জানান, মৃত তানজিদা আক্তার পপি বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি