ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ২৭ মে ২০২১

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম হোসেন জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাছুম পূর্ব ধানমন্ডিতে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় পানির পাম্প-এর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি