ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ২৭ মে ২০২১

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে করেরহাট ইউনিয়নের এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১১টায় আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চবিদ্যালয় মাঠে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ছাত্রছাত্রী, সর্বস্তরের নারী-পুরুষ এ মানববন্ধন অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তাগণ বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে দ্রুত বিচারের সম্মুখীন করা হোক। আর যাতে কোন মা-বোনের সরলতার সুযোগ নিয়ে কেউ কু-প্রস্তাব না দেয় আর দৃষ্টান্ত হওয়া উচিত। এই সাবেক উপজেলা চেয়ারম্যানকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি