ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

ঝড় প্রতিরোধকারী সুন্দরবনেরই ক্ষতি করলো ইয়াস

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০০, ২৮ মে ২০২১

যে সুন্দরবন বুক পেতে ঝড় মোকাবেলা করে মানুষের জীবন বাঁচিয়েছে, সেই সুন্দরবনেরই ক্ষতি করে গেলে ঘূর্ণিঝড় ইয়াস। সিডর, আইলা বা আম্ফানের পর এবার সুন্দরবনের ক্ষতি করলো ইয়াস! এবারও ক্ষতি হয়েছে ব্যাপক, বনের অনেক গাছপালা ভেঙ্গেচুড়ে একাকার।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বুধবারের (২৬ মে) ঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁদপাই ও শরণখোলার দুটি রেঞ্জের ২০টি জেটি, ১০টি টহল ফাঁড়ি, সাতটি ব্যারাক অফিস, ২৪টি কাঁচা রাস্তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এছাড়া বনবিভাগের অভ্যন্তরের ১১টি মিষ্টি পানির পুকুরে লবণ পানি ঢুকে একাকার। দর্শনার্থীদের জন্য দুটি ফুট ট্রেইলার ভেঙ্গে গেছে। ক্ষয়ক্ষতি নিরুপণে এসিএফ এনামুল হক ও জয়নাল আবেদীনের সমন্বয়ে দুটি তদন্ত কমিটি করা হয়। এই কমিটির প্রাথমিক তদন্তে এসব তথ্য হাতে পেয়েছেন বলে জানান ডিএফও বেলায়েত। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ক্ষয়ক্ষতির অংকের হিসাবে ৬২ লাখ ৪৫ হাজার টাকার উপরে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি