৬৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু
প্রকাশিত : ১৪:০৯, ২৮ মে ২০২১ | আপডেট: ১৪:১০, ২৮ মে ২০২১
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দীর্ঘ ৬৫ ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থেকে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে গত মঙ্গলবার (২৫ মে) বিকেল ৫টার পর থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে লঞ্চের যাত্রীরা ফেরিতে পারাপার হয়েছে। এদিকে এ রুটে ইয়াসের প্রভাবে ব্যাহত হয়েছে ফেরি চলাচলও। তবে এখন স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ১০টা থেকে এরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন নদী একেবারেই শান্ত।
এএইচ/
আরও পড়ুন