ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাকে মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ২৮ মে ২০২১ | আপডেট: ১৪:৪০, ২৮ মে ২০২১

 


পটুয়াখালীর বাউফলে জন্মদাত্রী মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পাষণ্ড ছেলে আনোয়ার খন্দকারের বিরুদ্ধে। বর্তমানে ওই মা বাউফল উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মা লালমতি বেগম (৭০)।

অভিযোগে জানা যায়, উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃত রত্তন আলী খন্দকারের ছেলে আনোয়ার তার বাবার রেখে যাওয়া সম্পত্তি অন্য ভাইবোনকে না দিয়ে নিজের করে নিতে প্রায়ই মাকে অত্যাচার-নির্যাতন করেন। তার ভাই মাহাবুব ও দেলোয়ার বাড়িতে থাকেন না। তাদের বোন মরিয়ম বেগম দেলায়ারের সঙ্গে থাকেন।

গতকাল বৃহস্পতিবার সকালে মাহাবুব ও দেলোয়ারের সন্তানরা বেড়াতে আসলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পরে। একপর্যায়ে মাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এসময় মরিয়ম মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন, লিখিত অভিযাগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি