ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ভারত ফেরত এক নারীর মৃত্যু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ২৮ মে ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি এক নারী মারা গেছেন। সদর হাসপাতালে কোয়ারেন্টিনে থাকাকালীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) রাত ১টা ৪০ মিনিটে তিনি মারা যান। 

মৃত ওই নারীর নাম মোহসেনা বেগম (৪২)। তিনি দিনাজপুর জেলার মহাব্বতপুরের মৃত মকসেদ আলীর স্ত্রী। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএসএম ফাতেহ আকরাম জানান, ক্যান্সারে আক্রান্ত এই নারী গত ২১ মে দর্শনা বন্দর হয়ে দেশে প্রবেশ করেন। সেই থেকে তাঁকে নার্সিং ইনস্টিটিউটে রাখা হয়েছিল। গত ২৫ মে অসুস্থ হলে তাঁকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি