ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উলিপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ২৮ মে ২০২১ | আপডেট: ১৯:৩২, ২৮ মে ২০২১

কু‌ড়িগ্রামের উ‌লিপু‌রে বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপু‌রে উপ‌জেলার থেতরাই ইউ‌নিয়‌নের নগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ব‌্যক্তিরা হ‌লেন, ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে হা‌কিম উদ্দিন (৫৫) এবং মৃত ম‌জিদ মিয়ার ছেলে তৈয়ব আলী (৪৫)।

এঘটনায় নিহত তৈয়ব আলীর স্ত্রী জা‌মেনা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উ‌লিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এলাকাবাসীরা জানান, শুক্রবার দুপু‌রে তৈয়ব আলী ও হা‌কিম উদ্দিন বা‌ড়ি‌র বৈদ‌্যু‌তিক লাই‌নের কাজ করা অবস্থায় আক‌স্মিকভাবে বিদ‌্যুতা‌য়িত হ‌ন। এসময় তৈয়ব আলীর স্ত্রী জা‌মেনা বেগম (৪৫) তাদের উদ্ধার করতে এসে নিজেও গুরুতর আহত হন। এসময় এলাকাবাসীরা দ্রুত তাদের তিনজনকে উদ্ধার ক‌রে উলিপুর উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চিকিৎসক তৈয়ব আলী ও হা‌কিম উদ্দিনকে মৃত ঘোষণা ক‌রেন। তবে ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব‌্যক্তিরা আপন মামা‌তো ফুফা‌তো ভাই। 

এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি