ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দর্শনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:০০, ২৯ মে ২০২১

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-খুলনা রেললাইনের দর্শনা হল্ট স্টেশনের অদূরে আনোয়ারপুর কেরুজ প্রাইমারি স্কুলপাড়া মসজিদের কাছে রেললাইনের ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দর্শনা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে জিআরপি পুলিশকে খবর দেয়। জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। সে ট্রেন থেকে পড়ে গিয়ে লাইনে কাটা পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় মেলেনি। অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে ছিল নীল শার্ট ও জিন্সের প্যান্ট।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি