ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেডিকেল টেকনোলজিস্ট নেতা সেলিম মোল্লার বাবা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৯ মে ২০২১

সেকানদার আলী মোল্লা

সেকানদার আলী মোল্লা

বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সেকানদার আলী মোল্লা (৮০) (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লার বাবা। সেকানদার আলী চার ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় বরিশালের চাঁদমারি হাফিজিয়া মাদ্রাসায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার রাজনগরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানাজায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি