ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে ২ শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩১, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে দুই শিশু নিহত হয়েছে।
সকালে শহরের পুলিশ লাইন হাসপাতাল এলাকায় পাহাড়ের মাটি ধসে বসতবাড়ির উপর পড়ে। এ’সময় বাকীরা বাড়ী থেকে বেরিয়ে গেলেও, ৫ বছরের শিশু কন্যা নাঈমা আক্তার মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, কাপ্তাইয়ের নতুন বাজারে পাহাড় ধসে রমজান আলী নামে ৪ বছরের এক শিশু আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, অতি বৃষ্টির কারণে রাঙামাটি শহরে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং শুরু করেছে উপজেলা প্রশাসন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি