ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ২৯ মে ২০২১

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় আব্দুল মান্নান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত আব্দুল মান্নান (৫০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম বলেন, বৃহস্পতিবার (২৭ মে) আব্দুল মান্নান জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ওই দিন সংগৃহীত নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এর পর শুক্রবার (২৮ মে) আব্দুল মান্নানকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেলেন ৬৭ জন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি