ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মোংলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ২৯ মে ২০২১

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মোংলা উপজেলার চিলা ও সোনাইলতলা ইউনিয়নের ৫শ' পরিবারের মাঝে নগদ টাকা ও কৃষি বীজ বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার।

শনিবার (২৯ মে) সকালে চিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের ১৯৭ জন ও দুপুরে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের ৩০৩ জনের মাঝে নগদ টাকা ও উন্নতমানের কৃষি বীজ বিতরণ করা হয়। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৪ হাজার ৫'শ টাকা ও এক প্যাকেট কৃষি বীজ তুলে দেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হেসেন ও নারজিনা বেগম নারজিনাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি