কোম্পানীগঞ্জে আটজন গুলিবিদ্ধসহ আহত অন্তত ১০
প্রকাশিত : ০৮:১৮, ৩০ মে ২০২১ | আপডেট: ০৮:২০, ৩০ মে ২০২১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের সংঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মে) রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার পৃথক স্থানে দুই দফায় মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের উপর গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।
আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা জানান, সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তার পক্ষে মিছিল বের করে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা ৭টার দিকে মিছিল করতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেলসহ কয়েকজন এসে তাদের উপর অতর্কিত গুলি ছোড়ে। এতে ৮ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
এএইচ/
আরও পড়ুন