ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোম্পানীগঞ্জে আটজন গুলিবিদ্ধসহ আহত অন্তত ১০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৮, ৩০ মে ২০২১ | আপডেট: ০৮:২০, ৩০ মে ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের সংঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মে) রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার পৃথক স্থানে দুই দফায় মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের উপর গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। 

আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আহতরা জানান, সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তার পক্ষে মিছিল বের করে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা ৭টার দিকে মিছিল করতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেলসহ কয়েকজন এসে তাদের উপর অতর্কিত গুলি ছোড়ে। এতে ৮ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি