ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় করোনায় আরও একজনের মৃত্যু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ৩০ মে ২০২১ | আপডেট: ১৩:২৪, ৩০ মে ২০২১

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোংলায় মোঃ নুর উদ্দিন (৪২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত নুর উদ্দিন পৌর শহরের মুসলিমপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তার স্ত্রী মোংলা সরকারি কলেজের প্রভাষক মমতাজ বেগমও করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন।  

এর আগে গত সপ্তাহে পৌর শহরের ভাসানী সড়কের বাসিন্দা কাজী সাত্তার (৯০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি