ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু, ১২ জন

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৪:২৪, ৩০ মে ২০২১ | আপডেট: ১৪:২৯, ৩০ মে ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এ নিয়ে গত ছয়দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫১ জন।

রোববার (৩০ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। এদের মধ্যে আইসিইউতে মারা গেছেন তিনজন। বাকি চারজনের করোনার সব ধরণের উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন, বাকিরা রাজশাহীসহ অন্য জেলার।

হাসপাতাল পরিচালক আরও জানান, রোববার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৭৫ জন। এদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৩ জন, রাজশাহীর ৮৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন। 

এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন ১৫ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি