ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়ায় ৫ কিলোমিটার জুড়ে যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ৩০ মে ২০২১ | আপডেট: ১৪:৪৭, ৩০ মে ২০২১

Ekushey Television Ltd.

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে হঠাৎ করে যানজট সৃষ্টি হয়েছে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৫ কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক।

গত দু’দিন ধরে এই জটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
 
এদিকে পণ্যবাহী ট্রাক চালকরা বলছেন, পদ্মা পাড়ি দিতে তাদেরকে দুই থেকে তিন দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ঘাটের মধ্যে ৩টি ঘাট সচল রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যানবাহনের বাড়তি চাপ ও ৫নং ফেরিঘাট মেরামতের কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে। সবকয়টি ফেরি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি