পরিবহন মালিকের নৈরাজ্যের প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন
প্রকাশিত : ১৫:৫৪, ৩০ মে ২০২১ | আপডেট: ১৬:০৫, ৩০ মে ২০২১
নবাবগঞ্জ-ঢাকা আন্তঃমহাসড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিকের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রোববার (৩০ মে) নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যাত্রী ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে এন মল্লিক পরিবহন এ সড়কে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এ রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধের ষড়যন্ত্র করছেন নার্গিস মল্লিক। এ কারণে বিআরটিসি বাসের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এসময় এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিকের গ্রেপ্তার দাবিসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
নার্গিস মল্লিকের নৈরাজ্যের বিষয়গুলো সামনে এনে বিভিন্ন ধরণের ব্যানার ও প্লাকার্ড নিয়ে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাফিল উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম, কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।
এএইচ/
আরও পড়ুন