ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ভাদিয়ালী সীমান্তে পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৪, ৩০ মে ২০২১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে একটি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি খালী ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ মে) ভোররাতে উপজেলার দক্ষিণ ভাদিয়ালীর খালমুখ কবরস্থান নামক স্থানে ওই অস্ত্র উদ্ধার করা হয়। 

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি এর অপস অফিসার মেজর রেজা আহম্মেদের নেতৃত্বে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি ৯মিঃ মিঃ ইউএসএ পিস্তল ৯ রাউন্ড গুলি ও দুটি খালী ম্যাগজিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৮'শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও খালী ম্যাগাজিন থানা পুলিশি জমা দেওয়া হয়েছে। 

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি