ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শার্শায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০০:৩০, ৩১ মে ২০২১

যশোরের শার্শায় প্রবাসীর এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় রোববার (৩০ মে) একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)। 

জানা যায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালেয়শিয়া প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘদিন বিদেশ থাকায় তার স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সে কুপ্রস্তাবে সাড়া না পেয়ে শনিবার (২৯ মে) রাত ৯টার সময় সঙ্গী তুহিনকে সাথে নিয়ে গৃহবধুকে বাড়ি থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল সোমবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি