ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভিক্ষুকের আস্তানায় পাওয়া গেল টাকার বস্তা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩২, ৩১ মে ২০২১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ভিক্ষুকের আস্তানা থেকে টাকা ভর্তি একটি বস্তা পাওয়া গেছে। 

রোববার (৩০ মে) সন্ধ্যায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা টাকা ভর্তি বস্তাটি উদ্ধার করে।

আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়া ষাটোর্ধ ওই নারী ভিক্ষুকের আস্তানা বনপাড়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন গাছতলায়। সেখানে আবর্জনা পরিস্কার করতে গিয়ে টাকা ভর্তি বস্তাটি উদ্ধার করে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে মধ্যবয়সী (৫০) এক পাগলী বস্তা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষা করতেন। গত তিনদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। পরে পরিচ্ছন্নতা কর্মীরা ওই এলাকায় সড়ক পরিস্কার করতে গেলে একটি জীর্ণ বস্তা পান। 

পরে বস্তাটি তারা পৌরসভায় নিয়ে আসেন। সেখানে বস্তা খুলে দেখা যায় খুচরা নোট পয়সা মিলে ষোল হাজার ৪২০ টাকা রয়েছে বলে জানান মেয়র।

তিনি আরও বলেন, টাকাগুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। পাগলীকে পাওয়া সাপেক্ষে তার টাকা ফেরত দেয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি