ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গা মিরসরাইয়ে আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।

সোমবার (৩১ মে) সকালে চরশরত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জোররাগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত হেলাল উদ্দিন ফারুকী। 

তিনি বলেন, আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে ৩ দালালের মাধ্যমে ২০ হাজার টাকা করে দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলার যুগে চরশরত এলাকায় নামলে পুলিশ তাদেরকে আটক করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১০ রোহিঙ্গার মধ্যে সাত নারী, তিন শিশু ও তিনজন পুরুষ রয়েছে। সকালে চরশরত এলাকায় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। 

দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য ছিলো তাদের।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি