ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবীনগরে এলজিইডি ভবনের বারান্দা থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ মে) রাতে উপজেলা কমপ্লেক্সের পুরাতন এলজিইডি ভবনের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তার নাম-পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ জানান, রাতে পুরাতন এলজিইডি ভবনের বারান্দায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি সে ভবঘুরে ছিল। 

আজ সোমবার (৩১ মে) সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি