ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট`র ফাইনাল খেলা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৩১ মে ২০২১ | আপডেট: ২৩:১৭, ৩১ মে ২০২১

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূনামেন্ট (অনূর্ধ্ব-১৭)'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে নলছিটির চায়না মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসিদ্দিকুর রহমান। এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. আলমগীর হোসেন আলো,  প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিয়া, সরকারী নলছিটি মার্সেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন,  সৃংস্কৃতিকর্মি তপন কুমার দাস প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার নান্দিকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি সকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে উভয় দল গোল করতে ব্যার্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নলছিটি সকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলে জয় নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করে। মাঠ পরিচালনা করেন মামুন মোল্লা, রাহাত মল্লিক ও অরবিন্দ পোদ্দার তপু।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি