ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুন) দুপুরে রেলওয়ে মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে কোন একটি ট্রেনে কাটা পড়ে শহরের কলেজ গেইট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি নিহত হয়। একইভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তি নিহত হয়।

তিনি আরও জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দু’জনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি