ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও হেলপার আটক 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১ জুন ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ ট্রাকের চালক খোরশেদ আলম (৪৫) ও হেলপার দুলাল মিয়া (৩৫)কে আটক করেছে র‌্যাব। এসময় গাঁজা পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুন) ভোরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে র‌্যাবের টহলদল শহরের অভিজাত হোটেল মল্লিকা ইন-এর সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতদের মধ্যে খোরশেদ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত ছানারুল্লাহর ছেলে ও হেলপার দুলাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে বলে র‌্যাব জানিয়েছেন। 

গাঁজাসহ আটককৃতদের নওগাঁ সদর মডেল থানায় সোর্পদ করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বলেন, হবিগঞ্জ থেকে (ঝিনাইদহ-ট-০২-০১৮৩) একটি খালি ট্রাক নওগাঁর দিকে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের অভিজাত হোটেল মল্লিকা ইন-এর সামনে ট্রাকটি থামিয়ে তল্লাসী করা হয়। 

এসময় ট্রাকের উপর পলেথিন দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪০ কেজি। গাঁজাসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি