ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিবপুরে ঝুলন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ২ জুন ২০২১

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে ঝুলন্ত অবস্থায় জুনায়েদ মিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) রাতে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের হিজলিয়াত গ্রামে এই ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেন শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া।

বুধবার (২ জুন) সকালে বাড়ির পাশের একটি পরিত্যাক্ত ঘরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ মিয়া হিজলিয়াত গ্রামের রাজমিস্ত্রি জসিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, জুনায়েদ মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সাথে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। সবশেষ বুধবার সকালে বাড়ির পাশে পুকুর পাড় সংলগ্ন পরিত্যাক্ত একটি ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ বলছে, পরিবারের দাবি আত্মহত্যা, তবে বিষয় তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে জানায় পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি