সিংড়ায় নদীতে ডুবে শিশুর মত্যু
প্রকাশিত : ১৭:৫৮, ২ জুন ২০২১ | আপডেট: ১৮:৩২, ২ জুন ২০২১
নাটোরের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় গুর নদীর পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামে এক শিশুর মূত্যু হয়েছে। বুধবার দুপুর দুইটার সময় এই দুর্ঘটনা ঘটে। আয়েশা খাতুন ওই গ্রামের মো. মিঠুর মেয়ে।
সিংড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে তাদের বাড়ি পাশে গুর নদীর ধারে শিশুটির মা কাজ করছিলো। এসময় মায়ের পাশেই খেলার কোন সময়ে নদীর পানিতে পড়ে ডুবে যায় ওই শিশু। এক পর্যায়ে স্বজনরা তাকে খুঁজে না পেয়ে নদীর পানিতে খোঁজাখুজি শুরু করেন। পওে নদী থেকে শিশু আয়েশাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন