ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু

ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত : ০৭:২৫, ৩ জুন ২০২১ | আপডেট: ২১:৩৭, ৩ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ জনে। এ সময়ে নতুন করে ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩১ জনে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকলে কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩৩ জন, শিবগঞ্জ উপজেলার ১৫ জন ও নাচোল উপজেলার ২৬ জন রয়েছেন।

একই সময়ে জেলায় ৭১টি নমুনা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৮ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুজন সদর উপজেলার, ৮ জন গোমস্তাপুরের, ৬ জন নাচোলের দুজন ভোলাহাট উপজেলার। এছাড়া জিন এক্সপার্ট ল্যাবে ১০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬টি। চাঁপাইনবাবগঞ্জের মোট ২২৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯৮ জন।

সূত্র জানায়, এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ২১৩১ জন। যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২৪৩, শিবগঞ্জ উপজেলার ৪২০, গোমস্তাপুর উপজেলার ১৯৬, নাচোল উপজেলার ১৭৩ ও ভোলাহাট উপজেলার ৯৯ জন।

সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এর মধ্যে একজন সদর উপজেলার, একজন শিবগঞ্জ উপজেলার ও একজন গোমস্তাপুর উপজেলার। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত মোট ৪০ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২২ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ১৩ জন শিবগঞ্জের, একজন গোমস্তাপুর উপজেলার ও দুজন করে নাচোল ও ভোলাহাট উপজেলার।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি