ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৩, ৩ জুন ২০২১

ঈদের পর থেকে কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। গত ১০ দিনে জেলায় ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয় ৬ জনের। অধিকাংশ রোগী কুষ্টিয়া শহরকেন্দ্রিক।

কুষ্টিয়ায় করোনা চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালটিতে নেই কোন আইসিইউ, করোনা ইউনিটে শয্যা মাত্র ৪১টি। এরই মধ্যে সেখানে ৫০ জনেরও বেশী রোগী ঠাঁই নিয়েছে। 

এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের মতামত নেন।

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক জানান, জেলার অন্যান্য শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে জেলায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হতে পারে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি