ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরের ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ৩ জুন ২০২১


গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় ডাম ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক।

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকার ফকিরা গার্মেন্টের সামনে ময়মনসিংহগামী একটি ডাম ট্রাককে পিছন দিক থেকে দ্রুতগামী একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপের সহকারী মারা যান। আর চালক গুরুতর আহত হন।

পরে চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি