ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গুরুদাসপুরে পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৩ জুন ২০২১

নাটোরের গুরুদাসপুরের ডোবার পানিতে ডুবে মারুফা ও মহিমা নামে ৬ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যোগেন্দ্রনগর গ্রামের রাজিবুল ইসলামের জমজ দুই মেয়ে মারুফা ও মহিমা বাড়ির বাহিরে খেলা করছিল। পাশের একটি ডোবার পানিতে এক বোনের একটি স্যান্ডেল পড়ে যায়। এসময় সে স্যান্ডেলটি তুলতে গেলে পানিতে পড়ে যায়। এ দেখে অপরজনও পানিতে নামলে দু’জনই পানিতে তলিয়ে যায়।
 
এদিকে দুই মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক সময় ওই ডোবা থেকে তাদের দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই মমান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি