ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে নারী মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ 

প্রকাশিত : ২০:২০, ৩ জুন ২০২১

জয়পুরহাট পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম হইতে ১.৫ কেজি শুকনা গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেন জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আব্দুল আজিজের পুত্র জহুরুল ইসলাম (৪০), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লিখনের স্ত্রী দুলালী (৩৫)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম জানান, বৃহস্পতিবার  জয়পুরহাট পাঁচবিবি থানার আটাপাড়া মোড় এলাকায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ ফারক হোসেন-পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর চেঁচড়া বেইলী ব্রিজ এর পার্শ্বে একজন পুরুষ ও একজন মহিলা অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা ক্রয়-বিক্রয় করছে। 

সংবাদ পেয়ে উক্ত স্থানে ডিবি পুলিশের টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেও আটক করে ডিবি পুলিশ। তাৎক্ষনিক তাদের তল্লাশী করে ১.৫ (এক কেজি পাঁচশত গ্রাম) শুকনা গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি