ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় আমের খাঁচিতে সাপ, প্রাণ গেল যুবকের

 চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪০, ৪ জুন ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার  দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম (৩৫) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের স্কুলপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি বলেন, শুক্রবার সকালে গ্রামের আমবাগানে রেখে যাওয়া আম বহনকারী ক্যারেট (খাঁচি) আনতে যান শফিকুল। ওই ক্যারেটের মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়।

তিনি আরও বলেন, তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকুলের অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষানিরীক্ষার পর শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি