ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ৫ জুন ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর মান্দায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) রাত ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিজয়পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও একই গ্রামের আছর আলীর ছেলে আলফাজ হোসেন (৩৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহিনুর রহমান জানান, শুক্রবার রাত ১০টার দিকে মান্দা উপজেলা সদর থেকে মোটরসাইকেলে যোগে তারা গ্রামের বাড়িতে ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। রাতেই নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তেরী করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় রাতেই নিহতদের  লাশ দাফনের জন্য স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি