ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

মোংলায় আকস্মিক ঝড়ে ঘরবাড়ী-গাছপালা বিধ্বস্ত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৫, ৬ জুন ২০২১

আকস্মিক ঝড়ে মোংলার জয়মনি এলাকায় ঘরবাড়ী ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। শনিবার (৫ জুন) সন্ধ্যায় হঠাৎ ঝড়ে এ ক্ষয়ক্ষতির শিকার হন ওই এলাকার বেশ কয়েকটি পরিবার। 

বিষয়টি নিশ্চিত করে চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, শনিবার মাগরিবের সময়ে হঠাৎ ঝড় বয়ে যায় ওই ইউনিয়নের জয়মনি এলাকার ওপর দিয়ে। কয়েক মিনিটের প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ওই এলাকার মোঃ গফফার, সামছু চৌকিদার ও কালাম সরদারের ৩টি ঘর সম্পূর্ণ পড়ে গেছে। ঘর তিনটি ভেঙেচুরে তছনছ হয়ে গেছে।

এছাড়া ঝড়ে আরও ৮/১০টি ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। বেশ কয়েকটি বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। ছিড়ে গেছে বৈদ্যুতিক খুঁটির তারও। 

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ ওলিয়ার রহমান বলেন, কয়েকদিন আগে গেল ঝড় ইয়াস, তার ওপর করোনা। এ নিয়ে পরিস্থিতি খুবই খারাপ। তারমধ্যে হঠাৎ এই ঝড়ে ঘরদুয়ার ভেঙ্গে উড়ে গেছে, গাছপালা উপড়ে গেছে। এখনও এলাকার সব ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি