ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বজ্রপাতে স্কুল ছাত্র নিহত, বাবা আহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৬ জুন ২০২১

মিরসরাইয়ে বজ্রপাতে মোঃ সাজ্জাদ হোসেন তারেক (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় তার বাবা মোশারফ হোসেন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

ওই এলাকার আরিফুল ইসলাম জানান, পূর্ব ডোমখালী এলাকার জামাল ভূঁইয়া বাড়ির মোশারফ হোসেন ও তার ছেলে সাজ্জাদ বাড়ির অদূরে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে সাজ্জাদ ঘটনাস্থলে মারা যায়। বাবা মোশারফকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব হৃদয়বিদারক ঘটনা। আজ সকালে মাঠে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যায়। তার বাবা আহত মোশারফের অবস্থাও ভালো নয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি